• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী 

  মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)

১১ মার্চ ২০২৩, ১৩:৪৯
নারী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী 
বক্তব্য রাখছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম (এমপি) (ছবি : অধিকার)

স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম (এমপি) বলেছেন, পৃথিবীর সাথে তাল মিলিয়ে বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা মাধ্যমে এগিয়ে আছে আমাদের দেশের নারীরা। এক সময় নারীরা নিজ ঘরে আবদ্ধ ছিল সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা হয়ে সামাজের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন নারীরা। সমাজ গঠনে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি আরও বলেন, পাকিস্তানিরা আমাদের মা বোনদের অনেক অত্যাচার করেছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এ দেশের সাধারণ জনগণ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা এখন অনেক ভালো আছি। অর্থের দিক দিয়েও আমরা পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। অত্যাচারী মানুষ হিসেবে আমরা তাদেরকে ঘৃণা করি।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ঝলম দক্ষিণ ইউনিয়ন পোমগাঁও গ্রামে স্থানীয় সরকার মন্ত্রীর নিজ বাড়িতে গতকাল শুক্রবার সকাল দশটায় নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় কালে মন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আমাদের দলীয়ভাবে নির্বাচিত হয়েছে। তাদেরকে সুশাসন ও ন্যায় বিচার কায়েম করতে হবে। ক্ষমতার অপব্যবহার না করে ঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন- নব গঠিত উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আবদুল খালেক দয়াল, মাস্টার সোলাইমান, সুদির চন্দ্র বর্মণ, উপজেলা আ. লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে করে দ্বিতীয় পর্বে উপজেলা আওয়ামী লীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটি সাথে মন্ত্রী পরিচিতি সভা করেন। অনুষ্ঠান শেষে করে যাওয়ার পথে জুলফিকার আলি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. সফিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আমিরুল ইসলাম, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বিএসসি বিপুলাসার ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন, সরসপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড