• রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাতিজাকে খুনের মামলায় চাচাসহ চার আসামি গ্রেফতার 

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

০৯ মার্চ ২০২৩, ১৩:৩২
ভাতিজাকে খুনের মামলায় চাচাসহ চার আসামি গ্রেফতার 
গ্রেফতারকৃত আসামি (ফাইল ছবি)

চট্টগ্রামের বাঁশখালীতে বসতভিটার জায়গা সংক্রান্ত বিরোধের জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে চাচার হামলায় ভাতিজা মোহাম্মদ শাহাব উদ্দিন (৩১) নিহত হন। ঘটনার ১০ ঘণ্টার মাথায় নৃশংস এই হত্যা মামলার প্রধান আসামি নুর হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- নুর হোসেনের পুত্র হাসান (২৭), নয়ন (২৩), মৃত আলমগীরের পুত্র নুর হোসেন (৫৩), নুর হোসেনের স্ত্রী রাজিয়া বেগম (৪০)। গ্রেফতারকৃতরা সকলেই বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইদার পাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, অভিযান চালিয়ে শাহাব উদ্দিন হত্যা মামলার সাথে জড়িত চারজনকে কক্সবাজারের ইদগাহ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গতকাল বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইদরী পাড়া এলাকায় বসতভিটার সীমানা বিরোধ নিয়ে প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চাচা নুর হোসেনের হামলায় নিহত হয় তার ভাতিজা শাহাব উদ্দিন। তিনি ওই এলাকার মোহাম্মদ এয়াকুব হোসেনের (৬২) ছেলে। এ ঘটনায় এয়াকুব হোসেনও গুরুতর আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার আরেও তিন ভাই শাহ জাহান (৩৮), শাহ আলম (৩২), নাছির উদ্দিন (২৭)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, কাথরিয়া ইউনিয়নে চাচা কর্তৃক নিহত ভাতিজা শাহাব উদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজন আসামিকে কক্সবাজারের ইদগাহ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড