• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্র থেকে কফিনবন্দি হয়ে ফিরল মুহিতের স্বপ্ন

  আবিদ মাহমুদ, রাউজান (চট্টগ্রাম)

০৭ মার্চ ২০২৩, ১১:৫৮
যুক্তরাষ্ট্র থেকে কফিনবন্দি হয়ে ফিরল মুহিতের স্বপ্ন

বাবা-মায়ের স্বপ্ন ছিল একমাত্র ছেলে মানুষের মতো মানুষ হবে। একের পর এক কৃতিত্বের স্বাক্ষর রেখে বাবা-মাকে আশাও জাগিয়েছিল। স্কলারশিপ নিয়ে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানকার বোস্টন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনার সুযোগ পান মুহিতুল ইসলাম।

উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে চাকরি নিয়ে বাবা-মাকে সুখে রাখার স্বপ্ন ছিল তার।

স্বপ্ন ভেঙে চুরমার! মুহিত ঠিকই দেশে ফিরেছে। তবে জীবিত নয়, কফিন বন্দী লাশ হয়ে। গতকাল সোমবার সকালে একটি ফ্লাইটযোগে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে তার মরদেহ দেশে পৌঁছায়।

তার মরদেহ বহনকারী এম্বুলেন্স রাউজানে প্রবেশ করলে বাবা-মাসহ স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ। এদিন দুপুর ২টায় রাউজান দারুল ইসলাম ফাযিল মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

জানাজার নামাজে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ সালাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, জাতীয় পার্টি নেতা মেজবাহ উদ্দিন আকবরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাবার কাঁধে ছেলের লাশ কত ভারী, পুত্রহারা মুহিতের বাবা সাবেক ছাত্রনেতা আবু মাসুদ আজাদের দিকে তাকিয়ে অনুভব করেছেন অনেকেই। মুহিতের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

গত একুশে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় জর্জ ওয়াশিংটন হাসপাতালে। সেখানে ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন মুহিত। নিহত মুহিতুল ইসলাম রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিরঘাটা আবদুল মালেক পোস্ট মাস্টার বাড়ি প্রকাশ দিদার মঞ্জিল বাড়ির সাবেক ছাত্রনেতা আবু মাসুদ আজাদের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে মুহিত ছোট ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড