নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় নূরজাহান (৭০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাজারে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুরজাহান উপজেলার পুশিন্দা কোলাদীঘি গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুশিন্দা কোলাদীঘি গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী নুরজাহান মঙ্গলবার দুপুরে মুরইল বাজারে পান সুপারি ক্রয়ের উদ্দেশ্যে বের হয়।
পান সুপারি ক্রয় শেষে বাড়ি ফেরার পথে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় ওই বৃদ্ধা নারী ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
আদমদীঘি থানার এসআই হাফিজ উদ্দীন বলেন, ট্রাকের ধাক্কায় নূরজাহান নামের এক বৃদ্ধা নারী ঘটনাস্থলে নিহত হয় এবং ঘাতক ট্রাক আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড