• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙামাটিতে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

  এম.কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
সেনাবাহিনী

রাঙামাটিতে সেনাবাহিনী কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি রিজিয়ন প্রাপ্তিক মাঠে ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি রিজিয়ন কমান্ডারের পক্ষে রাঙামাটি সদর জোন কমান্ডার (ভারপ্রাপ্ত) ল্যেফটেন্যান্ট কর্ণেল আশিকুর রহমান পিএসসি গরিব অসহায় মানুষদের হাতে এই মানবিক সহায়তা তুলে দেন।

লেফটেন্যান্ট কর্ণেল আশিকুর রহমান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা শান্তি সম্প্রতি বজায় রেখে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। যে কোন দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থাকে আগামীতেও থাকবে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি রিজিয়ন বরাবরের মত আজকেও সাধ্য মত স্থানীয় অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে।

এ সময় রাঙামাটি রিজিয়নের বি এম মেজর খায়রুল রহমান পিএসসি, ব্রিগেড রিজিয়নের জি টু আই মেজর পারভেজ রহমানসহ সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙামাটি ব্রিগেড রিজিয়ন সূত্র জানিয়েছেন, স্থানীয় গরিব অসহায় প্রায় ১২ জনের মধ্যে এক লক্ষাধিক টাকা মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড