• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীপুরে অগ্নিকান্ডে পোশাক শ্রমিকদের ১৮টি কক্ষ পুড়ে ছাই

  আব্দুর রউফ রুবেল, গাজীপুর:

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৪
ভস্মীভূত

গাজীপুরের শ্রীপুরে নাঈম ফরাজী নামের এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ওই বাড়ির ১৮টি সেমিপাকা ঘর ভস্মীভূত হয়ে গেছে ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে শ্রীপুর পৌরসভার দক্ষিন ভাংনাহাটি (ছাপিলা পাড়া) এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ী নাঈম ফরাজী জানান, সকালে নরসিংদীর বাবুরহাটে ব্যাবসায়িক কাজের মালামাল আনার জন্য রওনা দিচ্ছিলাম। এসময় ভাড়াটিয়ারা চিল্লাচিল্লি শুরু করলে আগুন লাগার খবর পাই। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। মুহুর্তেই আগুন পাশের ১৮টি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে প্রত্যেকের ঘরে থাকা ফ্রিজ, টিভি, আলমিরা ওয়ারড্রপ, সোকেস, হাড়িপাতিল রাখার সেলফ ও খাটসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে বাড়ীর মালিকের নগদ এক লাখ ৩০ হাজার টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ১৮ টি ঘরে আশপাশের হেমস্ গার্মেন্টস, আমান টেক্সটাইল, লাক্সমা গার্মেন্টসের শ্রমিকেরা ভাড়া থাকতো। অগ্নিকান্ডে পোশাক শ্রমিকদের ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা নি:স্ব হয়ে গেছে।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ৬টায় ঘটনাস্থলে পৌছে। আধা ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে । প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান ১০ থেকে ১৫ লাখ টাকা হবে। তবে অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড