এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে দুই শিশু।
গতকাল বুধবার দুপুরে উখিয়ার ৮ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিশুরা হলো- ওই ক্যাম্পের ওবায়দুল্লাহর মেয়ে উম্মে হাফসা (১১) ও আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।
উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দুপুরে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। তাদের ছোঁড়া গুলিতে হাফসা কোমরে ও ফয়েজ ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল প্রেরণ করা হয়।
তিনি জানান, দুটিই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]il.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড