• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জায়েদা পাগলির সন্তানের বাবা কে?

  মো. আবুবকর মিল্টন, বাউফল (পটুয়াখালী)

২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৬
জায়েদা পাগলির সন্তানের বাবা কে?

পটুয়াখালী বাউফলে জায়েদা পাগলি (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। যদিও এই সন্তানের বাবার পরিচয় বলতে পারছে না কেউ। কে ওই নবজাতকের বাবা এ নিয়ে এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে।

চলছে নানা কানাঘুষা ১৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৪টার দিকে কালাইয়া ইউনিয়নের বাজে সন্দীপ তুলা তলা দিলু মিস্ত্রীর দোকানের সামনে এ নবজাতকের জন্ম দেয় জায়েদা পাগলী। বর্তমানে নবজাতক ও মা জায়েদা পার্শ্ববর্তী শহিদ সর্দারের ঘরে সুস্থ আছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত দুইমাস আগে এ মহিলা এ এলাকায় আসে। কেউ তার সম্পর্কে তেমন কিছু জানে না। রাত দুইটার দিকে জায়েদার প্রসব ব্যথা উঠে। এদিন সকালে এলাকার লোকজন ভিড় জমালে স্থানীয়রা তাকে শহিদ সর্দারের বাসায় যেতে অনুরোধ কর, কিন্তু পাগলি কারো বাসায় যেতে অস্বীকার করে।

জায়েদা সাংবাদিকদের জানান, মায়ের নাম মাজেদা, বাবার নাম জব্বার কারী, স্বামীর নাম নেওয়াজ ব্যতীত আর কিছুই বলতে পারে না।

তিনি তার সন্তানের পিতৃ পরিচয় জানে না। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন পাগলীটা মা হলো, বাবা কে? কোনো নরপশুর যৌন লালসার শিকার হয়ে সে মা হলো? এ প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। নিষ্পাপ ওই নবজাতকের পিতৃ পরিচয় খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড