• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যৌতুকের ১০ লাখ টাকার জন্য স্বামীর বাড়ি থেকে বিতাড়িত তানিয়া 

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৩
যৌতুকের ১০ লাখ টাকার জন্য স্বামীর বাড়ি থেকে বিতাড়িত তানিয়া 
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন (ছবি : প্রতীকী)

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় যৌতুকের দশ লাখ টাকা না দেওয়ায় তানিয়া আক্তার নামে এক গৃহবধূকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) অভিযুক্ত অসহায় তানিয়া আক্তার সু-বিচার চেয়ে কাপ্তাই প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত পাঁচ বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দ বাড়ির ইব্রাহিম সওদাগারের ছেলে মো. পারভেজের সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। এই সংসারে তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত আটমাস পূর্বে স্বামী পারভেজ আলম, তার বোন আমেনা, দুই ভাই মোরশেদ আলম ও খোরশেদ আলম আমার বাবার কাছ থেকে যৌতুক বাবদ দশ লাখ টাকা নিয়ে আসার দাবি করেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, আমি বাবার বাড়ি থেকে টাকা না আনায় অভিযুক্তরা আমাকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এ যাবৎ আমার বাবার বাড়ি অবস্থান করছি। আমার স্বামী ও উপরোক্ত অভিযোগকারীদের বিরুদ্ধে রাঙ্গামাটি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করি। যার মামলা নং-১১৭/২০২২। যা এখন বিচারাধীন আছে।

তিনি আরও বলেন, আমি কেন মামলা করলাম তা তুলে নেওয়ার জন্য আমাকে অশালীন ভাষায় গালমন্দ ও প্রাণনাশের হুমকি প্রদান করে। মামলা তুলে না নিলে আমাকে ও পরিবারের সবাইকে হুমকি প্রদান করে।

ভুক্তভোগীর দাবি, এ দিকে রাঙ্গামাটি নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল পারভেজ আলম ও তার বোন আমেনা বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারা জামিনে এসে আমাকে পুনরায় হুমকি প্রদান করায় গত ১৮ জানুয়ারি কাপ্তাই থানায় একটি ডায়রি করি। বর্তমানে তানিয়া আক্তার ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করে।

উল্লেখ্য, অভিযুক্ত তানিয়ার স্বামী পারভেজের কাছে এ বিষয়ে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড