সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনের দায়ে হীরা মিয়া নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আজ রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম এ সাজা দেন। সাজাপ্রাপ্ত হীরা মিয়া উপজেলার ঢেকিয়া গ্রামের রফিকের ছেলে।
জানা যায়, পৌর এলাকার ঢেকিয়া গ্রামে মাদক সেবন করছিলেন হীরা মিয়া। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম, হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু, এসআই শরীফুল মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। আটককৃত হীরা মিয়া মাদক সেবনের কথা স্বীকার করায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ (১) (গ) ধারা মোতাবেক তাকে এ সাজা দেওয়া হয়।
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড