সামসুল হক জুয়লে, কালীগঞ্জ (গাজীপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, কালীগঞ্জের কৃতি সন্তান মো. মনির হোসেন (৫৫) মারা গেছেন।
আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ইতোমধ্যে ভারতের চেন্নাইয়ের এপোলো ও সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তার মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠন গভীর শোক জানিয়েছেন এবং পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি এক কন্যা, স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কালীগঞ্জের বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া ঐতিহাসিক ইদগাহ মাঠে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড