• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাঁজার চালানসহ কারবারি গ্রেফতার

  সোহেল রানা, সিরাজগঞ্জ

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২০
গাঁজার চালানসহ কারবারি গ্রেফতার 
গাঁজার চালানসহ গ্রেফতারকৃত মাদক কারবারি (ছবি : অধিকার)

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ সুমন মিয়া নামে (৩৫) একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ রবিবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের সলঙ্গার হাটিকুমরুল রোডের খান আবাসিক হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামি সুমন মিয়া কুমিল্লার বি-বাড়িয়া সদর থানার দক্ষিণ পৈরতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় গাঁজা সরবরাহ করে আসছিলেন।

উল্লেখ্য, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড