• রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অটোরিকশার ড্রাইভার দু-দিন ধরে নিখোঁজ

  মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১০
অটোরিকশার ড্রাইভার দু-দিন ধরে নিখোঁজ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন চিলুয়া গ্রাম মৃত মৌলবী আনোয়ার উল্লাহ ছোট ছেলে মো. মনির হোসেন (৫০) নামে এক অটোরিকশার ড্রাইভার দুদিন ধরে নিখোঁজ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত নয়টায় বাইশগাঁও ইউনিয়ন চিলুয়া গ্রাম থেকে মনির হোসেন নিখোঁজ হন। নিখোঁজের পর তার পরিবার ও আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে চারদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে নিখোঁজ মনির হোসেন এর স্ত্রী মনোহরগঞ্জ থানায় উপস্থিত হয়ে ১৮/০২ /২০২৩ইং একটি সাধারণ ডায়েরি করেন যাহার নাম্বার ৬৬৩।

নিখোঁজ মনির হোসেন স্ত্রী মোসা. তাছলিমা বেগম বলেছেন, প্রতিদিন আমার স্বামী সকালে অটোরিকশাটি নিয়ে ঘর থেকে বাহির হন। দুপুরে খেতে আসেন, বিকাল বেলা বের হয়ে রাত নয়টায় গাড়িটি গ্যারাজে রাখেন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাইনি। মনির হাতে থাকা মুঠোফোনটি বন্ধ পেয়েছি।

মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি; নিখোঁজ মনিরের স্ত্রী বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করছেন। নিখোঁজ মনির হোসেনকে উদ্ধার করার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড