• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি মাদকসহ গ্রেফতার

  মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৯
সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি মাদকসহ গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি (ছবি : অধিকার)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলা আসামিকে ৬'শ ৭৩ পিছ ইয়াবা ট্যাবলেট দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আজ রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ এর সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. মোশারফ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে চিটাগাংরোডস্থ শিমরাইলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া মাদক কারবারি মো. আলী নূর (৪৫) সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারি আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তারা কারবারিকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি মাদক মামলা দায়ের।

উল্লেখ্য, উক্ত কারবারির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড