মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৩৩তম মাসিক সভা গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ ফজলুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কমিটির সহ সভাপতি মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, সদস্য-চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন, দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, আ. লীগ নেতা শেখ মো. টিপু চৌধুরী, সাংবাদিক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, নার্সিং সুপারভাইজার কৃষ্ণা বড়ুয়া, স্বাস্থ্য পরিদর্শক পুপুল চৌধুরী প্রমুখ।
সভায় চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের দুইটি অ্যাম্বুলেন্সের জন্য দুই জন চালক জরুরিভাবে নিয়োগ, দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, নিরাপত্তার স্বার্থে দোহাজারী হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণ নির্মাণ সহ চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়া কমিটির একজন সদস্য মৃত্যুবরণ করায় দোহাজারী পৌরসভা যুবলীগ আহবায়ক মনছুর আলী ফয়সালকে নতুনভাবে সদস্যভুক্ত করা হয়।
এরপর দোহাজারী হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ-খবর নিতে দোতলায় পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। তৃণমূলের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদেরকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা যাতে হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড