• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

পুলিশের উপর মাদকসেবীর হামলায় দুই এসআই হাসপাতালে

  সোহেল রানা, সিরাজগঞ্জ

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৯
পুলিশের উপর মাদকসেবীর হামলায় দুই এসআই হাসপাতালে
এনায়েতপুর থানা (ছবি : অধিকার)

সিরাজগঞ্জে পুলিশের উপর মাদক সেবনকারীর হামলায় দুই এসআই আহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে জেলার এনায়েতপুর থানার সামনে এনায়েতপুর হাটে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- এনায়েতপুর থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম ও প্রণয় কুমার প্রামাণিক। এ ঘটনায় মাদকসেবী মো. আক্তার সরকারকে (৪৮) আটক করেছে পুলিশ। আটক মো. আক্তার সরকার এনায়েতপুর থানার খোকশাবাড়ী গ্রামের আলতাফ সরকারের ছেলে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন বিকালে এসআই সাইফুল ইসলাম ও প্রণয় কুমার এনায়েতপুর হাটে তথ্য সংগ্রহ ও বাজার করার জন্য যান। সেখানে বাজার করার সময় মাদকসেবী আক্তার সরকার তাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে সে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় এসআই সাইফুল ইসলাম ও প্রণয় কুমারের কাপড় টেনে ছিঁড়ে ফেলে এবং তারা দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ওসি আরও জানান, আহত এসআই সাইফুল ইসলাম ও প্রণয় কুমারকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত আক্তার সরকারকে আটক করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি জানিয়েছেন, মাদকসেবী আক্তার সরকারের বড়ভাই ইখতিয়ার সরকারের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড