আরিফ চৌধুরী, মহানগর প্রতিনিধি (গাজীপুর)
গাজীপুরের টঙ্গীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে স্থানীয় নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি ও নগদ ছয় হাজার তিনশত টাকা জব্দ করা হয়।
গতকাল শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমের কাছে এসব তথ্য নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- সজিব হাসান জয় (৩০), সোহরাব (৫৫), কৃষ্ণ দেবনাথ (৬০), আহাম্মদ আলী (৩৩) ও জাফর (৩৫)।
গ্রেফতারকৃত আসামি সজিব হাসান জয় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার দিক নির্দেশনায় ও অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে আরিচপুর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে তাদের সহযোগীদের সাথে নিয়ে থানা এলাকার বিভিন্ন জায়গায় জুয়া খেলে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, টঙ্গী পূর্ব থানা এলাকার জুয়া, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোনো দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড