এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাদিফকিরহাট ও মিরসরাই সদর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পের নুরের পুত্র ইসমাইল (১৩) ও ফিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার জলঘাট এলাকার মৃত নেয়ামত হাওলাদারের পুত্র সবুজ মিয়া। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় নয় লাখ ৫১ হাজার টাকা।
গতকাল শনিবার মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার হাদিফকিরহাট এলাকায় সবুজ মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে রাত ৮টার দিকে মিরসরাই সদরের হানিফ কাউন্টারের সামনে থেকে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইসমাইল নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে এক হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: in[email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড