• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নন্দীগ্রামে শিশু মুনিম হত্যার রহস্য উন্মোচন

  মনিরুজ্জামান, নন্দীগ্রাম (বগুড়া)

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫
নন্দীগ্রামে শিশু মুনিম হত্যার রহস্য উন্মোচন
গ্রেফতারকৃত আসামি (ছবি : অধিকার)

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামের মুনিম হোসেন (৪) নামের শিশু হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন- ওই গ্রামের আনসার আলী প্রামাণিকের ছেলে আমিনুল ইসলাম (২০)।

গেল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম গতকাল শনিবার বেলা ১২টার দিকে নন্দীগ্রাম থানায় সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৬ ফেব্রুয়ারি নিহতের বাবা ইদ্রিস আলী বাদী হয়ে শিশু মুনিম হত্যার ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি মামলা করেন। জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে মুনিম বাড়ি থেকে খেলার জন্য বেরিয়ে যায়। মুনিমকে খাওয়ানোর জন্য মা-বোন খোঁজাখুঁজি শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দুরে ভোরাট পরিত্যক্ত মলত্যাগের কুয়ার মধ্য বড় বোন তাবাসসুম মুনিমের পা দেখে চিৎকার দেয়।

পরবর্তীকালে প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় মুনিমের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। ওই ভোরাট কুয়ায় তার লাশ রেখে বিভিন্ন লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এটি একটি নৃশংস ক্লুলেস হত্যা ছিল। বাদীর প্রতিবেশী আনসার আলীর ছেলে আমিনুল তার পূর্বের মনস্তাত্ত্বিক ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রকৃতপক্ষে আমিনুলদের সাথে প্রতিবেশী আশরাফদের বিভিন্ন বিষয়ে পারিবারিক বিরোধ ছিল।

তিনি আরও বলেন, মুনিমের বাবা ইদ্রিস আলী আশরাফদের পক্ষে থাকার কারণে আমিনুল ইসলাম ইট দিয়ে মাথায় আঘাত করে মুনিমকে হত্যা করে। এ হত্যার সাথে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড