• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে নেই সংযোগ সড়ক

  সোহেল রানা, সিরাজগঞ্জ:

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৫
সাদফসগ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আরসিসি গার্ডার সেতুর সংযোগ সড়ক না থাকায় কোন কাজেই আসছে না সেতুটি। সংযোগ সড়ক না থাকায় চলাচলে চরম ভোগান্তিতে পড়তে চৌহালী ও নাগরপুর উপজেলার হাজার হাজার মানুষের। কৃষি উৎপাদিত ফসল নিয়েও চরম বিড়ম্বনায় পড়ছে কৃষকরা। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুত বক্সকাল ভার্টসহ সংযোগ সড়ক নির্মান করা হবে।

চৌহালী উপজেলা এলজিইডি কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনাইন মরানদীর উপর বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের হাজার হাজার মানুষের নাগরপুর, টাংগাইল, ঢাকা ও আরিচাসহ বিভিন্ন জায়গায় যাতায়াতে সুবিধার জন্য ‘বৃহত্তর পাবনা ও বগুড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের' আওতায় এলজিইডির তত্ত্বাবধানে ২ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৭৫০ টাকায় সেতুটি নির্মাণ করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান আরসি প্রাইভেট লিমিটেড ৫২ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ শুরু করে ২০১৭ সালের ৫ ডিসেম্বর। ২০১৮ সালের ৪ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা থাকলেও সেতুটি ২০২১ সালের নভেম্বরে নির্মাণ শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু সংযোগ নির্মাণ না করলেও সম্পূর্ন বিল তুলে নেওয়া হয়েছে। প্রায় দেড় বছর আগে সেতুটির নির্মাণ কাজ শেষ হলেও অদ্যাবদি পর্যন্ত সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে করে এ অঞ্চলের মানুষের চলাচলের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় অবিলম্বে সেতুটির সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিনানই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী জানান, নদীর প্রস্থের তুলনায় সেতুটির দৈর্ঘ্য অনেকটাই কম করা হয়েছে। বর্ষায় সেতুর নীচ দিয়ে নৌকা চলাচলের বিঘ্ন ঘটবে। দুপাশে সংযোগ সড়ক না থাকায় দুই কোটি টাকার সেতুটি সাধারণ মানুষের কোন কাজে আসছে না।

বাঘুটিয়া ইউনিয়নের কৃষক ইছাহাক শেখ জানান, সেতুটি চলাচল উপযোগী হলে আমাদের উৎপাদিত ফসল বিভিন্ন বড় বড় হাটবাজারে নিয়ে বেশি দামে বিক্রি করতে পারব। এমনকি গুরুত্বর অসুস্থ রোগীকে হাসপাতালে নেয়ার সুবিধা হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

চৌহালী উপজেলা এলজিইডির প্রকৗশলী মো. সিরাজুল ইসলাম জানান, ১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১২ মিটার বক্স কালভার্টসহ দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে কাজ শুরু করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড