সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১২) এর সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার কড্ডার মোড় নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে থেকে ১৪৬ বোতল ফেনসিডিল এবং রাতে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকার হাজী ঈমান আলী মার্কেটের সামনে থেকে ১৯৭ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফেনসিডিল কারবারি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার উত্তর সাবদিন (মরিচাপুর) গ্রামের মো. খেতাব উদ্দিন প্রধানের ছেলে মো. আনছার আলী প্রধান (২৭) ও ইয়াবা ব্যবসায়ী দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টা দিকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকালে কড্ডার মোড় নির্মাণাধীন ফ্লাইওভার এর নিচে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ও ২টি মোবাইল জব্দ করা হয়।
অপর দিকে বৃহস্পতিবার রাতে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর হাজী ঈমান আলী মার্কেটের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে। এছাড়া তার নিকটে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সলঙ্গা ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড