• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিকগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে ছাত্রলীগের কমিটি

  রফিক খান, মানিকগঞ্জ

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২০
মানিকগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে ছাত্রলীগের কমিটি

মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে প্রথমবারের মতো আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এ কমিটির আহ্বায়ক হয়েছেন কৃষি ডিপ্লোমার অষ্টম পর্বের শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এস এ সিফাত কোরাইশি সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের সাক্ষরিত এক চিঠিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন কৃষি ডিপ্লোমার ৫ম সেমিস্টারের শিক্ষার্থী হাবিব খান রিহা, ৩য় সেমিস্টারের শিক্ষার্থী হৃদয় হোসেন।

তিন মাস মেয়াদি কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫ম সেমিস্টারের শিক্ষার্থী ইব্রাহিম খলিলুল্লাহ জিকু ও একই সেমিস্টারের শিক্ষার্থী রবিউল হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির নবনিযুক্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, তিনমাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। এটিই এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কমিটি। এতে যারা দায়িত্ব পেয়েছেন তারা সবাই নিয়মিত শিক্ষার্থী। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে শিক্ষার্থীদের স্বার্থে দায়িত্ব পালন করবো।

উল্লেখ্য, ২০১৮ সালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দোতরা এলাকায় কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এতে মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা কৃষি ডিপ্লোমা বিষয়ে পড়াশোনা করেন। প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছে এ প্রতিষ্ঠানটিতে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড