• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারি ঘর পেল সাফজয়ী নারী ফুটবলার রুপনা

  এম. কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০২
সরকারি ঘর পেল সাফজয়ী নারী ফুটবলার রুপনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাফজয়ী নারী ফুটবলার রুপনা চাকমার জন্য সরকারের করে দেওয়া ঘরটি গতকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হয়েছে। এদিন বিকালে রুপনার মা কালাসোনা চাকমার হাতে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করে ঘরটি বুঝিয়ে দেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

এ সময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়াসহ প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রুপনার পরিবারের সদস্য ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

রুপনাদের বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়ো আদাম নামক পাহাড়ি গ্রামে। সেখানে সরকারের নির্মাণ করে দেওয়া ঘর হস্তান্তরের সময় রুপনার বাড়িতে দেখা দেয় খুশির উৎসব। খুশিতে বুক ভরে ওঠে রুপনার বৃদ্ধ মা কালাসোনা চাকমার। হাসি-খুশিতে রুপনার ভাই, বোনসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশী লোকজন।

রুপনার মায়ের হাতে ঘরের চাবি হস্তান্তরকালে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, এত দারিদ্র্য জয় করে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবল দলের সেরা গোলরক্ষক রুপনার বড় সাফল্য গোটা জাতিকে আজ গর্বিত করেছে। তাই রুপনাদের পাশে সরকার থাকবে। রুপনা পাহাড়ের মেয়ে, বাংলাদেশের গর্ব। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক সঙ্গে সঙ্গেই জেলা ও নানিয়ারচর উপজেলা প্রশাসন যৌথভাবে রুপনার এই ঘরটি তৈরি করে দিয়েছি।

তিনি আরও বলেন, এতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। ঘরের চাবি বুঝিয়ে দিতে পারায় খুব ভালো লাগছে। আমরা খুব আনন্দিত। পরে আনুষ্ঠানিকভাবে ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রুপনার মা বলেন, মেয়ের অবদানে এখন আমার কষ্ট দূর হয়ে গেছে। মনে খুব খুশি লাগছে, যা ভাষায় প্রকাশ করতে পারছি না। আগে টাকার অভাবে ভাঙা ঘরে থাকতে হতো। এ বয়সেও দিন মজুর করে অনেক কষ্টে সংসার চালাতাম। এবার মেয়ের সাফল্য এনে দিয়েছে খুশি। গর্বে বেঁধেছে বুক।

বর্তমানে ঢাকায় অবস্থানরত সাফজয়ী নারী ফুটবলার সেরা গোলরক্ষক রুপনা চাকমার অনুভূতি ফোনে জানতে চাইলে রুপনা বলেন, সরকার ঘর করে দিয়েছে। এ জন্য খুবই ভালো লাগছে। আগে ঝুপড়ি ঘরে থাকতে হতো মাকে। তাই খুব দুঃচিন্তায় থাকতাম। সরকার আমার পরিবারের জন্য ঘর করে দেওয়ায় সেইসব দুঃচিন্তা দূর হয়ে গেল। মা এখন থেকে সেই ঘরে ভালো করে বসবাস করতে পারবেন। মায়ের সঙ্গে আমার এক ভাই বসবাস করবেন সেখানে। আমি প্রধানমন্ত্রীসহ সরকারের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড