নজরুল ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই কেজি গাঁজাসহ শাহ আলম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি শাহ আলম বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি, এসআই জয়ন্ত ও এএসআই ইলিয়াস আহম্মেদসহ সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করি। এ সময় তার কাছ থেকে দুই কেজি পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড