আলমগীর মন্ডল, মিরপুর (কুষ্টিয়া)
কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে বিপুল পরিমাণের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে এক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক পারভীন আক্তার প্রমুখ।
পরবর্তীকালে অতিথিবৃন্দ বিভিন্ন সময়ে ৪৭ বিজিবির আটককৃত ২৩ হাজার ৭শ ১৮ বোতল বিদেশী মদ, ২০ হাজার ১শ ৮৯ বোতল ফেনসিডিল, ৬শ ৬৭ কেজি গাঁজা, ৮৪ হাজার ৭৪ প্যাকেট পাতার বিড়ি, এক লক্ষ ১০ হাজার ২শ ৪১ পিচ ইয়াবা, ১শ ৫ গ্রাম হেরোইন ও বিভিন্ন প্রকার ট্যাবলেট দুই লক্ষ পাঁচ হাজার ৮শ ৬৬ পিচ।
যার আনুমানিক মূল্য ৪২ কোটি ৪৬ লক্ষ এক হাজার ৬শ ৪০ টাকা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড