আনোয়ার পারভেজ, নাটোর
নাটোর চিনিকল গেটে শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের পাওনা ৩৮ কোটি টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নাটোর চিনিকলের গেটে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধণ, বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন প্রামাণিক।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- নাটোর চিনিকল সিবিএ সভাপতি ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন- চিনিকলের অবসরপ্রাপ্ত ৪৩০ জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার পাওনা ৩৮ কোটি টাকা বকেয়া দীর্ঘ দিন থেকে পাওনা রয়েছে। চাকুরি জীবন শেষ হলেও শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ করা হয়নি। পরে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা দাবি আদায়ে মিল এলাকায় বিক্ষোভ মিছিল করে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড