কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্ততি সভা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধানগণ, সাংবাদিক, সাংস্কৃতিক, স্কাউটস ও ক্রীড়া প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়। এবং বিভিন্ন দপ্তরে দিবসটি পালন করার জন্য বলা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড