তন্ময় সাহা, রায়পুরা (নরসিংদী):
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে দীর্ঘদিন যাবত চলমান বর্বরোচিত হামলা, বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নরসিংদী জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ।
লিখিত বক্তব্যে রাজিব আহমেদ বলেন, ইউপি ও জেলা পরিষদের নির্বাচনের জেরে গত (৩১ জানুযারি) মঙ্গলবার রাতে আব্দুল হক সরকার ও ইসমাঈল হোসেন সিরাজী গ্রুপ উভয়ে একত্রিত হয়ে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আ. হেকিম, হযরত মেম্বার, মোফাজ্জল, শাজাহান মোঘল, নূরু মিয়া, শফিকুল ইসলাম সহ আরো ২০-২৫টি বাড়ি-ঘরে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটায়। এ সময় তাদের ছোড়া গুলিতে হোসেন মিয়ার ছেলে রবিউল্লাহ, আলাউদ্দিনের ছেলে তোফাজ্জল, সাহেদের ছেলে রাসেদ এবং রিদনের ছেলে সুমন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় রায়পুরা থানা একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও গত ৯ ফেব্রুয়ারি বিকেলে বীরগাঁও লাইসিয়াম স্কুলের পার্শ্ববর্তী স্থানে সিদ্দিকের ইব্রাহিমের উপর হামলা চালায় চালিয়ে তার বা হাতের কব্জি বিচ্ছিন্ন করে। এ সময়ে আরো একজন আহত হয়। তারা বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ৪০ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলা করা হয়।
তিনি আরও বলেন, মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) রাত ১০টায় আমার নিজ বাড়ির একটি তৃতীয়তলা বিল্ডিং ও আমার মায়ের একটি বিল্ডিং এর প্রতিটি রুমে হামলা চালিয়ে তছনছ করে লুটপাট শেষে অগ্নিসংযোগ ঘটায়। এতে করে আমার আড়াই কোটি টাকার মালামাল সহ পুরো দলান ঘর দুটি পুড়িয়ে ফেলে।
এতসব ঘটনার পরও বর্তমানে আসামিরা বীরদর্পে এলাকায় ঘুড়ে বেড়ালেও অজ্ঞাত কারণে পুলিশ এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার করেনি। এমতাবস্থায় আমিও আমার পুরো পরিবার নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজিব বলেন, আপনারা জানেন নিলক্ষা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। যেখানে চেয়ারম্যান পদে আক্তারুজ্জামান নির্বাচিত হয় এবং আমার প্রতিদ্বন্দ্বী হক চেয়ারম্যান সহ আমি পরাজিত হই। পরে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করি। এতে বিপুল ভোটে আমি সদস্য নির্বাচিত হই। তাই ইসমাইল হোসেন সিরাজী এবং আব্দুল হক সরকার ঐক্যবদ্ধ হয়ে আমার সমর্থকদের উপর হামলা চালায়। যেখানে আমার লোকজন আহত হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড