সাইফুল ইসলাম, শরীয়তপুর
শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন বিপিএম (বার) বলেছেন, নির্বাচন কমিশন যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী পুলিশ নির্বাচনী দায়িত্ব পালন করবে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় কলেজটির প্রতিষ্ঠাতা পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক সভাপতিত্ব করেন।
নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাই নড়িয়ার এই প্রত্যন্ত গ্রামে এত সুন্দর স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পূর্বের মতন ভালো ফলাফল করে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অংশ নিবে বলে আমি বিশ্বাস করি।
নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, নায়ক জায়েদ খান ও চিত্র নায়িকা মমোসহ পুলিশ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড