মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)
প্রজাতন্ত্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক নাছরীন আক্তারকে অশ্রুভেজা নয়নে ফুলেল ভালোবাসায় বিদায় সংবর্ধনা দিয়েছে দোহাজারী পৌরবাসী।
গত ৭ এপ্রিল চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে পদাধিকারবলে দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী অদম্য পরিশ্রমী ও নৈতিক বলে বলীয়ান, কর্মোদ্যমী এই কর্মকর্তার বদলি জনিত বিদায় উপলক্ষে দোহাজারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ মহসিন।
উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এমএ রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবলু, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লোকমান হাকিম, সাবেক ইউপি সদস্য মো. শাহ্ আলম মেম্বার, এসএম জামাল উদ্দিন মেম্বার, নাজিম উদ্দীন মেম্বার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, দোহাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, তথ্যসেবা কর্মকর্তা শাপলা খাতুন, দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, এক্সিম ব্যাংক দোহাজারী শাখা ব্যবস্থাপক নাসির উদ্দীন, দোহাজারী পৌরসভার উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) তন্ময় চাকমা, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কর আদায়কারী মিজানুর রহমান, সহায়ক সদস্য মো. মহিউদ্দিন, মমতাজ বেগম লিলি, রাজিয়া সুলতানা রাজু, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, আ.লীগ নেতা মিজানুর রহমান মিন্টু, খান প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলী, হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাদশা মিয়া, যুবলীগ নেতা ইকবাল করিম খোকা, বন্ধন বড়ুয়া, ঠিকাদার মফিজুর রহমান হিরু, মহিলা আওয়ামী লীগ নেত্রি শাহেদা বেগম, লাকী আকতার, সাংবাদিক গৌতম দাশ, সৈকত দাশ ইমন, পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন স্মৃতিচারণ করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জনাব নাছরীন আক্তার বলেন, "উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। পৌরসভার উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করার জন্য আমি যে পরিকল্পনাগুলো করেছি তা বাস্তবায়নে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমাকে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তা আমি আজীবন মনে রাখবো। দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে নতুন যে কর্মকর্তা দায়িত্ব নেবেন তাঁকেও আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কাজগুলো এগিয়ে যায়।" পরে বিদায়ী প্রশাসককে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড