নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জামায়াতের ক্যাডার দেলেয়ার হোসেন ভুট্টুকে (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া সদর ইউনিয়নের গারাঙ্গীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দেলেয়ার হোসেন ভুট্টু লোহাগাড়ার আধুনগর সর্দানী পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, দেলোয়ার মৌলভী জামায়াতের ক্যাডার। তার বিরুদ্ধে লোহাগাড়া থানাসহ বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা রয়েছে। তিনি সাতকানিয়া গারাঙ্গীয়া রাব্বানিয়া মহিলা মাদরাসার সরকারি শিক্ষক।
পুলিশ জানিয়েছে, জামাত-শিবিরের ক্যাডারা গোপন বৈঠক করছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাত-শিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত বলে স্বীকার করেন।
এলাকাবাসী জানান, দেলোয়ার মুন্সি মাদরাসার আশেপাশে বিভিন্ন সময় জামাত-শিবিরের স্থানীয় ক্যাডারদের নিয়ে বৈঠক করেন।
উল্লেখ্য, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড