• বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

ভয়াবহ অগ্নিকাণ্ডে চরফ্যাশনে ১১ দোকান পুড়ে ছাই

  খলিল উদ্দিন ফরিদ, ভোলা

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২২
ভয়াবহ অগ্নিকাণ্ডে চরফ্যাশনে ১১ দোকান পুড়ে ছাই

ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুড়ে প্রায় এক কোটি ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে ভোলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত গতকাল রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি চলে গেছেন। ভোর প্রায় ৫টার দিকে তারা স্থানীয়দের কাছে আগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও থানার পুলিশকে খবর দেন।

এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তাদের ৭টি দোকান মালামালসহ পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া ৪টি দোকান ও মালামালসহ অর্ধেক পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি ৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে আগুন পুরো নিয়ন্ত্রণে আছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড