রফিক, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় জাহিদ হাসান ওরফে শাহজাহান আলী (৩২) ও ওয়াহেদ আলী (৭০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকালে গাইবান্ধা-সাঘাটা সড়কের পোড়াগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শাহজাহান আলী ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালি গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং ওয়াহেদ আলী গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের মৃত্যু জবেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী বাদিয়াখালী থেকে ফুলছড়ি হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় পোড়াগ্রাম নামক স্থানে পৌঁছালে অপর একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হলে উদাখালি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড