সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে জমিলা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে জামতৈল ইউনিয়নের আলোকদিয়ার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মৃত জমিলা বেগম উপজেলার আলোকদিয়ার গ্রামের সামছুল তালুকদারের স্ত্রী।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ মৃধা জানান, মঙ্গলবার বিকালে আলোকদিয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন জমিলা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড