• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপপুর পারমানবিক প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

  রাকিব হাসনাত, পাবনা

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪১
রূপপুর পারমানবিক প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (ছবি: সংগৃহীত)

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন (আরএনপিপি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কাজের সময় এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত সোমবার রাতে প্রকল্পের ভেতর রিঅ্যাক্টরের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ মৃত ওই রুশ নাগরিক রূপপুর প্রকল্পের বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমত কোম্পানিতে কর্মরত ছিলেন। পাসপোর্ট অনুযায়ী তার নাম মালিকভ ইভান (৭০)।

ঈশ্বরদী থানা পুলিশ জানায়, ইভান মঙ্গলবার দিবাগত রাতে রূপপুর প্রকল্পের রিঅ্যাক্টর এলাকার পাশে নিকিমত কোম্পানির কাজ করছিল। কাজ করার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে ‘আছে’ (এসিই) কোম্পানির কর্তব্যরত চিকিৎসক এসে রুশ নাগরিককে মৃত বলে ঘোষণা করেন। এরপর তার মৃত্যুসনদ সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

একই সঙ্গে গভীর রাতে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

চিকিৎসকের বরাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রুশ নাগরিক ইভান হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ইতোমধ্যে রুশ নাগরিকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে তার লাশ ওই দেশে ফেরত পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড