• রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জমি নিয়ে প্রতারণা করায় বাবাকে খুনের পর পালাল ছেলে 

  শফিয়েল আলম সুমন (ময়মনসিংহ)

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৩
জমি নিয়ে প্রতারণা করায় বাবাকে খুনের পর পালাল ছেলে 
জমিতে পড়ে আছে কৃষকের মরদেহ (ছবি : অধিকার)

ময়মনসিংহে লিখে দেওয়া জমির দাগ নম্বর ভুল হওয়ায় সন্তানের দায়ের কোপে জয়নুদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে পুত্র আ. মতিন (৩৫) পলাতক রয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহের সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুলাহপুর গ্রামে এই মর্মান্তিক খুনের ঘটনা ঘটে। নিহত জয়নুদ্দীন ওই এলাকার স্থানীয় বাসিন্দা। পলাতক পুত্র আ. মতিন নিহতের প্রথম স্ত্রীর সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জয়নুদ্দীনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন। কিন্তু সেই জমির দাগ নম্বর ভুল হওয়ায় দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল মঙ্গলবার ভোরে জয়নুদ্দীন তার নিজ ধানক্ষেতে পানি দেওয়ার সময় পুত্র আ. মতিন পেছন থেকে দায়ের কোপ দিয়ে বাবাকে খুন করে পালিয়ে যায়। যদিও পলাতক আসামি আ. মতিনকে এখনো গ্রেফতার হয়নি।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড