• রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জার্মান জারবেরা ফুলের বাম্পার ফলনে অধিক লাভের আশায় চাষিরা

  মো. শাকিল শেখ, আশুলিয়া (ঢাকা)

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১
জার্মান জারবেরা ফুলের বাম্পার ফলনে অধিক লাভের আশায় চাষিরা
জার্মান জারবেরা ফুল (ছবি : অধিকার)

সাভারের বিরুলিয়ায় এখন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী প্রজাতির বিদেশি জারবেরা ফুলের বাণিজ্যিক চাষাবাদ। দীর্ঘ দুই বছরের সময়ে চাহিদা কম থাকলেও এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জার্মান বংশোদ্ভূত ফুল জারবেরার বাম্পার ফলন হয়েছে দ্বিগুণ। তাই চাষিরা এবারের পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস দিবসকে ঘিরে ভালো দাম পেয়ে স্বপ্ন জয়ের আশা এখানকার ফুল চাষিদের।

বিরুলিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম জার্মান বংশোদ্ভূত ফুল জারবেরা চাষের মাধ্যমে ব্যাপক সফলতা পেয়েছেন।

বাগান মালিক ও ফুল চাষিরা জানান, ভারত থেকে জারবেরা ফুলের টিস্যু এনে রোপণের ৬৫ দিন পর গাছে ফুল আসে। একটি চারা থেকে বছরে ৬২টি ফুল সংগ্রহ করা যায়। প্রতি মাসে বাগান থেকে চার-পাঁচ বার ফুল সংগ্রহের পর বাজারজাত করা হয়। আর ১০ টাকা দরে প্রতি ফুলের মূল্যে পেলে ৬ বিঘা জমির বাগান থেকে মাসে ১০-১৫ লাখ টাকা আয় করা সম্ভব। তবে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস দিবসকে ঘিরে ফুলের ভালো দাম পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এছাড়াও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাদের ফুল বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও জানান তারা।

এ বিষয়ে সাভার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত আহমেদ বলেন, সাভারে বর্তমানে প্রায় ২৮০ হেক্টর জমিতে গোলাপ, গ্লাডিউলাস ও গাদাসহ বিভিন্ন প্রজাতির ফুলের বাণিজ্যিক চাষ হচ্ছে। এর মধ্যে প্রায় ২০ হেক্টর জমিতে চাষ হচ্ছে জার্মান বংশোদ্ভূত ফুল জারবেরা। ব্যাপক হারে ফুল চাষ হওয়ায় এখানে চাষিদের সরকারি প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সুবিধা প্রদান করা হয়। যদিও এখানে চাষকৃত ফুল বিদেশে রপ্তানির মাধ্যমে চাষিদের অধিক আয়ের জন্য কাঁচামাল রপ্তানিকারকদের আহ্বান জানাই।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড