মোঃ শাহরিয়ার তুহিন, ডাসার ( মাদারীপুর)
কবির ভাষায় ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। প্রকৃতিতে আগমন ঘটেছে বসন্তের। বসন্ত এসেছে বলেই মুকুল ধরেছে আম্রকাননে। বসন্ত এসেছে বলেই ফুটেছে হাজারো ফুল। বইতে শুরু করেছে দখিনা হাওয়া। কোকিলের কলতানে মাতাল হয়ে উঠেছে বসন্তরাণী। হৃদয়ে ফুটেছে ভালবাসার স্পন্দন।বাংলার রূপময় নিসর্গ ছুঁয়েছে হলুদিয়া রঙ। বসন্তের এই দিনে প্রেমিক-প্রেমিকাদের মনোজগতে যোগ হয়েছে নতুন মাত্রা,কারণ আজ বিশ্ব ভালবাসা দিবসও।
সবুজ বাংলার ষড়ঋতুর দেশের শেষ ঋতুর প্রথম দিন, সেই সাথে ভালোবাসা দিবস।তাই দুয়ারে আগুন রাঙা বসন্ত দেখে আজ সবার মন যেন ছুটে যেতে চাইছে অরণ্যে; যেখানে কাননে কাননে উৎসবের রঙের কোলাহলে মেতে উঠেছে চারদিক।
বাসন্তী আর ভালবাসার উৎসবে আজ মেতে উঠেছে ডাসার উপজেলার শেখ হাসিনা উইমেন্স কলেজ ক্যাম্পাস। বাঁধ ভাঙা আনন্দ,উচ্ছ্বাস ও উদ্বেলতায় নানা আয়োজনে সবাই ঋতুরাজকে সাড়ম্বরে বরণ করে নিচ্ছে।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন সকাল থেকেই বসন্ত বরণ উৎসবে মুখোরিত হয়ে উঠেছে বিভিন্ন স্কুল কলেজ প্রাঙ্গন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ ভিন্ন আবহে প্রাণ উজাড় করে যোগ দিয়েছে বসন্ত বরণ উৎসবে।
বাসন্তী রঙের বর্ণিল শোভাযাত্রা, কবিতাপাঠ, নাচ আর গানের ছন্দে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে ফাল্গুনী উৎসব।স্বপ্নজয়ী তারুণ্যের ঢেউ লেগেছে যেনে সব আয়োজনেই।প্রতি বছরের মতো এবারও সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজে বেজে উঠেছে নতুন প্রাণের স্পন্দন।কলেজ ক্যাম্পাসে লেগেছে বাসন্তী উৎসবের ঢেউ।
শীতের শুকনো পাতার মর্মর ধ্বনি ভেঙে উৎসাহ উদ্দীপনায় শিক্ষক-শিক্ষিকা, বন্ধু আর সহপাঠীদের নিয়ে সবাই আনন্দে মেতে উঠেছেন তাদের প্রাণের ক্যাম্পাসে।
পয়লা ফাল্গুন উপলক্ষে সকাল সোয়া ১০টার দিকে শেখ হাসিনা উইমেন্স কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা নেতৃত্ব দেন।এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
বাদ্য-বাজনার ছন্দে ছাত্রীদের হলুদ শাড়ি আর আগত ছাত্রদের হলদে পাঞ্জাবি বরণে বাসন্তী শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাসে যেন জানান দেয় আজ বসন্তের দিন।বর্ণাঢ্য শোভাযাত্রাটি ডাসার উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজে চত্বরে গিয়ে শেষ হয়।এরপর কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে,বসন্ত বরণ উপলক্ষে উপজেলার বিভিন্ন বিনোদন স্পটেও তরুণ-তরণী,যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সের মানুষের ঢল দেখা গিয়েছে। মেয়েদের পরনে হলুদ রঙের শাড়ি, খোপায় গাঁদাসহ নানান রঙের ফুল,আবার কারও কারও খোপায় রঙিন ফুলের রিং।
ছেলেদের পরনে রয়েছে হলুদ অথবা সফেদ রঙের পাঞ্জাবি।বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে গিয়ে মোবাইল ফোন দিয়েই অনেককে ফটোসেশন করতে দেখা গেছে।বন্ধুদের নিয়ে জটলা করে মোবাইলের ক্যামেরায় সেলফি তুলেও তা স্মৃতিবন্দি করছেন অনেক তরুণ-তরুণীরা।
অপরদিকে বসন্ত আর ভালোবাসা দিবসকে প্রাণের উচ্ছ্বাসে বরণ করে নিতে ভ্যানে করে ফুল বিক্রি করতে দেখা যায়।ফুলের দাম চড়া হলেও কমতি নেই ক্রেতাদের ফুল কেনার আগ্রহে।প্রিয়জনের জন্য ফুল কিনতে বিভিন্ন বয়সের মানুষ ফুল কিনছেন।
সৈয়দা সানজিদা নামের এক শিক্ষার্থী জানান, একটি বছর ঘুরে আজ আবার প্রকৃতিতে এসেছে বসন্ত।বসন্তের নতুন রঙে সেজেছে প্রকৃতি তার পাশাপাশি আজ বিশ্ব ভালোবাসা দিবস।তাই দুটি দিনকে একসাথে উদযাপন করছি ক্যাম্পাসে। চারিদিকে সুন্দর সাজে বিভিন্ন মানুষের আনাগোনা দেখে আমার বেশ ভালোই লাগছে।
সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক দেলোয়ার হোসেন বাবলু বলেন,বাংলা বিভাগের আয়োজনে কলেজ প্রাঙ্গনে আজ বসন্ত উদযাপন পালিত হয়েছে।এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বসন্তকে প্রাণবন্ত করেছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড