• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিংগাইরে এক নারীর মরদেহ উদ্ধার

  মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ):

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৬
নারীর মরদেহ

মানিকগঞ্জের সিংগাইরে জাহানারা ওরফে সাথী (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর ধলেশ্বরী নদীর পাড় জনৈক চান মিয়ার খেসারি ক্ষেত থেকে ওই নারী মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। নিহত ওই নারী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার দক্ষিন তেলিগাতী গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী।

এঘটনায় নিহতের ভাই সাহার আলী বাদী হয়ে মঙ্গলবার সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায় নিহতের মুখ মন্ডলে আঘাতের চিহ্নসহ গলায় গামছা পেঁচানো ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

নিহতের বড় বোন মুক্তিযোদ্ধা মমতাজ জানান, জাহানারার স্বামী দ্বিতীয় বিয়ে করায় দ্বন্দের কারনে ঢাকার কল্যানপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ১১ ফেব্রুয়ারি বিকেল ৫ টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। তার নিখোঁজের ঘটনায় পর দিন ভাই সাহার আলী মিরপুর থানায় জিডি করেন। সোমবার সন্ধ্যায় জাহানারার পরিচিত সিংগাইর এলাকার মিতু নামের এক নারীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

নিহতের পরিবারের দাবী তার স্বামী ও পরিবারের লোকজন মিলে জাহানারাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ দিকে স্থানীয়রা জানিয়েছেন জাহানারা এ এলাকায় সাথী নামে পরিচিত। কলগার্ল হিসেবে সে মাঝে মধ্যেই এ এলাকায় আসতেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন, খুনের মোটিভ শনাক্ত করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড