শেখ শান্ত ইসলাম, খুলনা
নানা আয়োজনে খুলনায় ঋতুরাজ বসন্ত বরণ উৎসব উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে বসন্তকে স্বাগত জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে কটকা স্মৃতিস্তম্ভ হয়ে হাদী চত্বরের সামনে দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবন প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
কলা ও মানবিক স্কুলের ডিন ও বাংলা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রুবেল আনছারসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে অদম্য বাংলা চত্বরে বসন্তবরণে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মৌমিতা রায়ের সঞ্চালনায় বাংলা কবিতা ও গান, নৃত্য পরিবেশন করা হয়। এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।
অপরদিকে দিনটি বসন্তকে বরণ করতে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে খুলনা অনলাইন শপিং এর আয়োজনে ৩ দিনব্যাপী মেলা চলছে। মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৫৪টি স্টল মেলায় অংশ নিয়েছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন রকমারী পণ্য, পিঠাসহ খাবার সামগ্রীর পসরা সাজিয়েছেন আয়োজকরা। মেলা অঙ্গনে যেয়ে দেখা যায়, সকাল থেকেই নানা বয়সী মানুষ বাসন্তী রঙের পোষাক পড়ে ভিড় করছে। এছাড়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। এর বাইরেও বিনোদন কেন্দ্রগুলোতেও রলো মানুষের উপচেপড়া ভিড়। বসন্ত বরণের এই দিনে বিশ্ব ভালবাসা দিবস হওয়াতে উৎসব আমাজের মাত্রাছিলো অনেক বেশী। নগরীর ফুল মার্কেটে সকাল থেকেই মানুষের আনাগোনা বাড়তে থাকে। বিশেষ করে গোলাপ ফুল কিনতে ভিড় দেখা গেছে তরুণ-তরুণীদের।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড