নাজির আহমেদ আল-আমিন, ভৈরব, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেছেন ফায়েজ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ২৫ সেকেন্ডের একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
জানা যায় ভুক্তভোগী ফয়েজ মিয়া পেশায় একজন পান ব্যবসায়ী। তিনি ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা। এর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আরও জানা যায়,গেল ৯ দিন আগে ফয়েজ মিয়ার নিজ ঘর থেকে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল চুরি হয়ে যায়। যার বাজারমূল্য সাড়ে ১৭ হাজার টাকা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার একটি মাইক ভাড়া করে বাড়ির সামনে চোরকে গালিগালাজ করেন।
ভুক্তভোগী ফয়েজ মিয়া বলেন, ‘আমি গরিব মানুষ। সামান্য পান দোকানদার। দুটি মোবাইল চুরি হয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তাই মাইক ভাড়া করে এনে নিজের ক্ষোভ মেটাতে ইচ্ছামতো চোরদের গালিগালাজ করেছি।’
তিনি বলেন, কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারতেছি না। খুব কষ্টেই আমি এ কাজ করেছি।
এ বিষয়ে গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম শাহারিয়ার বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। পরে তার সঙ্গে যোগাযোগ করেছি। তাকে থানায় বিষয়টি জানাতে পরামর্শ দিয়েছি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড