শেখ শান্ত ইসলাম, খুলনা
বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই শ্লোগানে, সুন্দরবন সুরক্ষায় রাজনৈতিক অঙ্গিকার, পৃথক মন্ত্রণালয় গঠন এবং ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস হিসেবে ঘোষণার দাবিতে এবারও খুলনায় সুন্দরবন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেস ক্লাব ও সুন্দরবন একাডেমির যৌথ উদ্যোগে এবারে কেন্দ্রীয়ভাবে খুলনায় সুন্দরবন দিবস উদযাপন করা হয়। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে এবং অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী। অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ নাজমুস সাদাত, সুন্দরবন একাডেমি’র উপদেষ্টা ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সুন্দরবনের সুরক্ষা সম্ভব না। এ জন্য সুন্দরবন সুরক্ষার সামাজিক আন্দোলন বেগবান করতে রাজনৈতিক দলগুলোকে সাথে নিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে প্রধান দলগুলোর নির্বাচনী মেনিফেস্টোতে ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণার বিষয়টি থাকে সে জন্য জোরালো এ্যাডভোকেসি করতে হবে।
বক্তারা আরও বলেন, সুন্দরবনের টিকে থাকার উপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল এ বনকে ভালভাবে বাঁচিয়ে রাখতে সকলকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এ জন্য সুন্দরবন বিষয়ক পৃথক মন্ত্রণালয় প্রয়োজন। পৃথক মন্ত্রণালয় না হলে সুন্দরবন এলাকা ব্যবহারকারী অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা সম্ভব হবে না।
অপরদিকে চালনা পৌরসভা মিলনায়তনে সুন্দরবন একাডেমির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন কাউন্সিলর এসএম আব্দুলল গফুর, ধারনাপত্র পাঠ করেন চালনা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন মোঃ শাহীন ইসলাম। আলোচনায় অংশ নেন করেন শেখ জার্জিস উল্লাহ, কাউন্সিলর সুধীন্দ্র বিশ্বাস মাখন, আপরাজিতা বিথীকা রায়, সাংবাদিক আসগর হোসেন সাব্বির ও দীপক রায়। সঞ্চালনায় ছিলেন বিপুল রায়।
উল্লেখ্য, ২০০১ সালে খুলনায় অনুষ্ঠিত হয় ১ম জাতীয় সুন্দরবন সম্মেলন। এরপর থেকে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বেসরকারি ভাবে সুন্দরবন সংলগ্ন এলাকায় সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড