• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিকগঞ্জে কিশোরী হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড

  রফিক খান, মানিকগঞ্জ

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪১
কিশোরী হত্যা

মানিকগঞ্জের হরিরামপুরে বৃষ্টি (১৫) নামের এক কিশোরী হত্যার দায়ে মো: আবুল হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালতের বিচারক।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সরফদিনগর এলাকার মৃত হাসমত আলীর ছেলে আবুল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি আবুল হোসেন বৃষ্টিকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন এবং পরে তাকে বাড়িতে আসতে নিষেধ করেন বৃষ্টির মা। বৃষ্টি’র অন্যত্র বিয়ে ঠিক করলে আসামি ক্ষিপ্ত হয়ে বলে কিভাবে বিয়ে দেয় তা আমি দেখে নেবো।

গত ১৭ সালের নভেম্বর মাসের ৫ তারিখে বৃষ্টিকে বাড়িতে রেখে তার মা উপজেলার মাচাইন রওনা হন। এ সময় আবুলকে তার বাড়ির একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখেন বৃষ্টির মা। বৃষ্টিকে একা বাড়িতে পেয়ে আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে গলায়পোচ মেরে গলা কেটে দৌড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বৃষ্টি বাড়ি থেকে বেড় হয়ে হানিফের বাড়ির পিছনে এসে পড়ে যায় এবং সেখানেই ভিকটিম মারা যায়। হরিরামপুর থানায় ২০১৭ সালের নভেম্বর মাসের ৫ তারিখে হত্যা মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালতে আসামির বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে (আবুল হোসেন) মৃত্যুদন্ডসহ বিশ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

আসামীপক্ষের বিজ্ঞ কৌশুলী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোঃ মতিয়র রহমান আঙ্গুঁর এবং রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড