• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাফ নদীতে দিনের বেলায় মাছ শিকারের দাবিতে জেলেদের স্মারকলিপি 

  মিজানুর রহমান মিজান, টেকনাফ

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৩
স্বারকলিপি

দীর্ঘ ৬ বছর ধরে টেকনাফের নাফ-নদীতে মাছ আহরণ বন্ধ। অন্ততপক্ষে দিনের বেলায় হলেও মাছ শিকারের অনুমতি পাওয়ার দাবিতে ভুক্তভোগী বেকার জেলেরা কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের কাছে পৌঁছাতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান নিকট স্বারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় টেকনাফ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের অসহায় ভুক্তভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

এ সময় অসহায় ভুক্তভোগী এক জেলে বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদকের অযুহাতে দীর্ঘ ৬ বছর ধরে একমাত্র জীবন-জীবিকার সম্বল নাফনদীতে মাছ আহরণ বন্ধ থাকলেও মাদক অনুপ্রবেশ বন্ধ হয়নি। যার কারণে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে আমরা দিন পার করছি। আমরা বর্তমানে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছি। রাতের বেলায় না দিলেও অন্ততপক্ষে দিনের বেলায় হলেও আমাদের নাফ নদীতে মাছ শিকার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ জানাচ্ছি।

স্মারকলিপি হাতে পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, আপনারা আমাকে যে স্বারকলিপি দিয়েছেন সেটি যত দ্রুত সম্ভব জেলা প্রশাসক কার্যালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবো এবং জেলা সভায় গুরুত্ব সহকারে আপনাদের বিষয়টি উত্থাপন করবো।

উল্লেখ যে, ২০১৭ সালের আগষ্ট মাসের দিকে রোহিঙ্গা অনুপ্রবেশ এর কারণে সরকার নাফ নদীতে মাছ আহরণ বন্ধ করে দেয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড