• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে জুট মিলস কর্পোরেশনের জায়গা দখল, বাড়িঘর ও দোকানপাট নির্মাণ

  সোহেল রানা, সিরাজগঞ্জ :

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৭
জুট মিলস কর্পোরেশন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুট মিলস কর্পোরেশনের (পাটের গোডাউন) এর জায়গা দখল করে বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে শ্রী প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে।

জুট মিলস কর্পোরেশনের উত্তরাঞ্চল (রংপুর) রুদ্ধপুর জোন অফিস সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার শ্রী শ্রী বলরাম জিও মন্দিরের পাশে জুট মিলস কর্পোরেশনের ঘোষগাঁতী মৌজার ৭২, ৭৩, ১১০ ও ১১১ সহ বিভিন্ন দাগে ১২৪ শতাংশ জমির ছিলো। সেখানে ৭টি পাটের গোডাউন, ২টি পাট বান্ডিল মেশিন, শতবর্ষী প্রায় ৫০টি বিভিন্ন গাছ, ১টি কোয়াটারসহ বিভিন্ন স্থাপনা ছিল।

জানা যায়, বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আদেশ ১৯৭২ রাষ্ট্রপতির আদেশ নম্বর ২৭,১৯৭২ এর অনুচ্ছেদ ১০ অনুসারে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের (বিজেএমসি) প্রতিষ্ঠিত হয়। পরে স্থানীয় প্রান্তিক পর্যায়ে পাট চাষীদের পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা, পাটের মূল্য স্থিতিশীল রাখা এবং বিদেশে পাটশিল্পের প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে পাট ক্রয় ও বিপণের সাথে জড়িত বাংলাদেশ জুট মার্কেটিং কর্পোরেশন সহ পাঁচটি প্রতিষ্ঠানকে ১৯৮৫ সালের ১ লা জুলাই ৩০নং অধ্যাদেশ মুলে একীভূত করে সরকার বাংলাদেশ জুট কর্পোরেশন (বিজেসি) গঠন করে। পাট উৎপাদিত এলাকা কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উল্লাপাড়ায় জুট মিলস কর্পোরেশনের (পাটের গোডাউন) নামের পাট ক্রয় কেন্দ্রটি ও গোডাউন চালু করা হয়।

রুদ্ধপুর জোন অফিস আরও জানান, গত ২০১১ সালে পাট ব্যবসা করার জন্য মৃত মরিন্দ নাথ দাসের ছেলে শ্রী প্রশান্ত কুমার দাস ৮৪ শতক জায়গা জুট মিলস কর্পোরেশনের থেকে ১ বছর মেয়াদী লিজ নেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সরজমিনে গেলে স্থানীয় স্থানীয় রনি রায়, কৃষ্ণ, তাপস ও সংকর দাস অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রভাব খাটিয়ে জুট মিলস কর্পোরেশন (পাটের গোডাউন) জায়গা দখল করে বাড়ী-ঘর, দোকানপাট, শতবর্ষী বিভিন্ন গাছপালা, কোয়াটারের আসবাবপত্র চুরি করে বিক্রিসহ সরকারী টাকা আত্মসাত করেছে শ্রী প্রশান্ত কুমার দাস। তার ভয়ে কেউ কথা বলতে সাহস পাই না। জুট মিলস কর্পোরেশনের (পাটের গোডাউন) এর পরিত্যক্ত বিশালাকারের এই সম্পত্তির উপরে মার্কেট নির্মাণ করে ১৯টি দোকান-ঘর, ৫টি বাসা বাড়ীসহ নিজেই বাড়ী নির্মাণ করে এখানে বসবাস করছে।

স্থানীয়রা আরও বলেন, পাটের গোডাউনের টিন, দরজা, জানালা, মেশিন ও গাছপালা সহ সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে প্রশান্ত কুমার দাস। শুধু তাই নয় এই জায়গায় অগুনতি স্থাপনা গড়ে তুলেছে। গড়ে তুলেছে পাকা ঘরবাড়ির পাশাপাশি বসতির মতো কাঁচা ঘরবাড়িও নির্মাণ করে ভাড়া দিয়েছে তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।

প্রশান্ত কুমার দাস বলেন, গত ২০১১ সালে ৩ বছরের জন্য সরকার থেকে এই জায়গা লিজ নিয়েছিলাম। এখানে যে সকল স্থাপনা ছিলো সব চুরি হয়ে গেছে। পাটের গোডাউনের জায়গা ১ বছরের জন্য নিজ নিয়ে ১২ বছর যাবত অবৈধভাবে বসবাস সহ নানা স্থাপনা তৈরি করে ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি না। তিনি বলে আমি আবারো নিজ নেওয়ার জন্য চেষ্টা করছি।

জুট মিলস কর্পোরেশনের উত্তরাঞ্চল (রংপুর) রুদ্ধপুর জোনের ডিজিএম মালাজি রহমান বলেন, এ বিষয়ে আমি জানতে পেরেছি। পরে সরজমিনে গিয়ে ভিডিয়ো, ছবি সহ সকল ডকুমেন্ট তৈরী করে ঢাকায় পাঠিয়েছি। এ ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায় থেকে যেই ধরনের নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড