• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২১ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রশাসনের যোগসাজসে সরকারি পুকুর দখল বিএনপি নেতার

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২১
বিএনপি

কুড়িগ্রাম রাজিবপুর উপজেলার ভূমি কর্তাদের প্রত্যক্ষ মদদে সরকারি একটি পুকুর ভরাট ও দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ওসিউজ্জামান নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মাছ চাষের জন্য পুকুর লিজ নিলেও শর্ত ভঙ্গ করে ভূমির শ্রেণি পরিবর্তন করে দখল নেন।

উপজেলা চত্বর সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পূর্ব পাশের পুকুরের ঘটনা। সরকারি এ পুকুরটি দ্রুত দখলমুক্তসহ রক্ষার দাবি জানিয়ছন স্থানীয়রা।

পুকুর উদ্ধার ও রক্ষার দাবিতে গতবছরের ৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জিহাদী।

উপজেলার কোটি টাকা মূল্যের এই পুকুর ভূমি কর্মকর্তারা উৎকোচের বিনিময়ে পুকুর দখলে সহায়তা এবং দীর্ঘদিনেও সরকারি সম্পত্তি রক্ষায় দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয়ায় দায়িত্বশীলতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযুক্ত ওসিউজ্জামান উপজেলার সদর ইউনিয়নের আজগর দেওয়ানী পাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। তিনি রাজীবপুর সদর ইউনিয়নর ৮নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি।

জানা যায়, তিন বছরর জন্য বাংলা ২৪২৭ থেকে ২৪২৯ সনের ৩০শে চৈত্র পর্যন্ত পুকুরটি মাছ চাষের জন্য উপজেলা পরিষদ থেকে লিজ নেন ওই বিএনপি নেতা। এতে ইজারা মূল্য ধরা হয় ৯লাখ ৬০হাজার টাকা। লিজের তফশিল বলা আছে, চর রাজীবপুর মৌজার জেএল নম্বর-২৪, আরএস খতিয়ান নম্বর-১১ এর ৯৫৪২/৯৬৩২ দাগ ২ একর ২৭শতাংশ জমি রয়েছে। লিজের চুক্তিনামার ১৩নম্বর শর্তে বলা আছে,ইজারা ভোগকালীন সময় পুকুরের চৌহর্দ্দি ও আকার-সীমানার কােনা পরিবর্তন করা যাবে না। তবে এ শর্তের তোয়াক্কা না করেই লিজ গ্রহিতা ওসিউজ্জামান ওই পুকুরের অর্ধেক জায়গায় মাটি ফেলে ভরাট করে দখলসহ স্থাপনা নির্মাণ করেন।

এই বিষয়ে অভিযোগকারী আব্দুস সাত্তার জিহাদী বলেন, সার্ভেয়ার আব্দুল আউয়াল ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সালাম মন্ডলসহ একটি প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদে অবৈধভাবে এই পুকুরটি ভরাট করে দোকান ঘর নির্মাণ করেছেন বিএনপি নেতা ওসিউজ্জামান। এই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কাজ হয়নি।

স্থানীয়রা বলেন, উপজেলা শহরের প্রাণকেন্দ্র অবস্থিত সরকারি এই পুকুরটি। মাছ চাষের জন্য দীর্ঘ দিন ধরে পুকুরটি লিজ দিয়ে আসছে উপজেলা পরিষদ। চুক্তিনামা ভঙ্গ করে ভূমির শ্রেণি বদল করে ড্রেজার দিয়ে মাটি ভরাট করেন ওসিউজ্জামান। নির্মাণ করেছেন বেশ কয়েকটি দোকান ঘর। এতে করে সরকারি সম্পদ হাত ছাড়া হবার পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোসাজশে কোটি টাকা মূল্যের এই পুকুরটি দখল হয়ে যাচ্ছে। সরকারি এ পুকুরটি উদ্ধারে উর্দ্ধতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সরেজমিন দেখা যায়, উপজেলা চত্বরের সাথে লাগানো শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এর সাথেই রয়েছে সরকারি এই পুকুরটি। এর উত্তর পাশে রাস্তা সংলগ্ন পুকুরের অর্ধেক জায়গায় মাটি ফেলে ভরাট করে নির্মাণ করা হয়েছে সারি সারি রঙ্গীন ঢেউ টিনের ঘর।

পুকুর ভরাটসহ স্থাপনা নির্মাণের কথা স্বীকার করন বিএনপি নেতা ওসিউজ্জামান বলেন, লিজ নিলেও ওই পুকুরে তার নিজেস্ব ১ একর ১৩ শতক জমি রয়েছে। এর মধ্য ৮৩শতক জমিতে মাটি ফেলে ভরাটসহ দোকানঘর নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি। ভূমি অফিসের লোকজন এসে এই জমি মেপে দিয়েছেন। সে মোতাবেক তিনি দোকান ঘর নির্মাণ করেন।

পুকুর ভরাটের কথা স্বীকার করে রাজীবপুর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সালাম মন্ডল বলেন, একই দাগে ওসিউজ্জামান ও উপজেলা পরিষদের জমি রয়েছে। ওসিউজ্জামান কোন পাশে মাটি ভরাট করেছেন তা তিনি বলতে পারেন না। তবে কিছু দিন আগে ওই জায়গায় ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, উপজেলা পরিষদ থেকে ওই পুকুরটি ওসিউজ্জামানকে ৩ বছরের জন্য লিজ দেয়া হয়েছে। লিজকৃত পুকুরটিতে ওসিউজ্জমানের অংশ রয়েছেও বলে জানান।

রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী জানান, সংশ্লিষ্ট তহসিলদারকে সীমানা নির্ধারণ করার জন্য বলা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় হতে একটি তদন্ত টিম এসে তদন্ত করে দেখবেন। এছাড়াও লিজ নেওয়া ব্যক্তিকে লিজ বাতিল কেন করা হবে না এই মর্মে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড