• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শখের মাল্টা বাগানটি একরাতেই ধ্বংস 

  নাসিম আজাদ, স্টাফ রিপোর্টার, নরসিংদী

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৪
মাল্টাগাছ

নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জেরে শামীম চৌধুরী নামে এক প্রবাসীর বাগানের তিন শতাধিক মাল্টাগাছ রাতের আধারে কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল গভীর রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী শামীম চৌধুরীর স্ত্রী শাহিদা বেগম বাদী হয়ে সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শাহিদা বেগম জানায়, গত দুইবছর আগে তার স্বামী বাড়ির পাশে ১০০ শতাংশ একটি পতিত জমিতে তিন শতাধিক মাল্টার চারা রোপণ করে। যেগুলোতে কিছু দিনের মধ্যেই ফলন আশার কথা।

গত প্রায় ৫মাস আগে তার স্বামী প্রবাসে চলে গেলে মাল্টা বাগান স্ত্রী শাহিদা বেগম দেখাশুনা করতো। আজ সকালে শহিদা বেগম বাগানে গিয়ে সব মাল্টারগাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বিযয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ নিয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তাদের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান,বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড