রাকিব হাসনাত, পাবনা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা পৌরসভার দুই ওয়ার্ড কাউন্সিলরের কর্মী-সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এক ওয়ার্ড কাউন্সিলরের ভাই সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে ও সরকারের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অফিসে পাল্টা হামলা চালিয়ে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার হেমায়েতপুরে ও রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পাবনা পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর এ এইচ এম আরেফিন রুবেল এবং ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন শেখের মধ্যে পাবনা মেডিকেল কলেজ ও মানসিক হাসপাতাল এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের মধ্যেই রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পাবনা মেডিকেল কলেজের সামনে শাহীন শেখের ভাই সাবেক ছাত্রলীগ নেতা শাকিল শেখকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এই ঘটনায় রুবেলের লোকজনকে দায়ী করে শাহীনের লোকজন হেমায়েতপুরের বসতি এলাকার আশ্রয়ণ প্রকল্প ও মুক্তিযোদ্ধা শেখ মো. শাকুর বাড়িতে হামলা চালান। হামলায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সমিতির অফিস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসতে নানা হুমকি দেয়া হয়।
এবিষয়ে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন শেখ বলেন, কাউন্সিলর রুবেলের হুকুম ও মদদে তার ভাই রোজের নেতৃত্বে আমার ভাইয়ের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। ঘটনার পর ভাইকে নিয়ে আমি হাসপাতালে ব্যস্ত। মুক্তিযোদ্ধা ও আশ্রয়ণ প্রকল্পের হামলার ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। সম্পূর্ণ ষড়যন্ত ও উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করা হচ্ছে।
আর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর এ এইচ এম আরেফিন রুবেল বলেন, শাহিনের ভাই শাকিল আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী। তাকে কেন আমি মারতে যাব? শুনেছি পাশের বুদেরহাটে অটোরিকশা চালকদের সঙ্গে ঝামেলায় তাকে মারধর করা হয়েছে। কিন্তু কাউন্সিলর শাহীন মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে আমার, আমার ভাই-ভাতিজাদের নামে মামলা দিয়েছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ওপর হামলা চালিয়েছে। এমনকি একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতেও হামলা চালিয়েছে।
এবিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, গতকাল (রবিবার) মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে আজকের (সোমবার) ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড