• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাঙ্গু নদী হতে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৯
সাঙ্গু নদী

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাঙ্গু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় উপজেলার খানখানাবাদ ইউনিয়ন সংলগ্ন সাঙ্গু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের জিম্মায় দেওয়া হয়। এদিন খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডোংরায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে একটি স্ক্যাভেটর ও মাটি ভর্তি তিনটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত স্ক্যাভেটরটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য মু. দিদারুল আলমের জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত ডাম্পার উপজেলায় রাখা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কিছু অসাধু ভূমিদস্যু চক্র সন্ধ্যা হলেই অবৈধভাবে জমির মাটি ও নদীর বালি উত্তোলন করে। ইতোমধ্যে এদের বিরুদ্ধে আমাদের বেশকিছু অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড