• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামী নির্বাচনে যুবলীগের নেতৃত্বেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে : এমপি শাওন 

  খলিল উদ্দিন ফরিদ, ভোলা

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৫
এমপি শাওন 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে যুবলীগের নেতৃত্বেই নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমপি শাওন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সোমবার সকালে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি শাওন আরো বলেন, শেখ হাসিনা সরকারে আছে বলেই আমি আপনাদের বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। এক হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে আপনাদের নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে বরাদ্ধ পেয়েছি।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সহসভাপতি মাষ্টার তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শহীদুল্যাহ কিরন, ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল, আবু তাহের মিয়া, মো: রাসেল মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।

ছবি: তজুমদ্দিনে যুবলীগের পরিচিতি সভায় বক্তব্য রাখছেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড